গরমেতে আইঢাই কাঠ্ফাটা রোদ
চোখ মুখ জ্বলে যায় মনে জমে ক্রোধ।
প্রকৃতির নানা রূপ সহে নিতে হয়
গনগনে রোদ্দুরে দুষনের ক্ষয়।
পশুপাখি দাবদাহে করে হাহাকার
পাতার আড়ালে বসে পায় ওরা পার।
সারা মাঠ চৌচির হয় নাকো চাষ
খালবিলে জল নেই করে হাঁসফাঁস।
চারিদিকে প্রাণীকুল রয় নির্বাক
কাতর চাতক দেয় বর্ষাকে ডাক।