বার বার বান স্রোতের কী টান
ধুপধাপ পড়ে বাড়ি
বড় অসহায় ঘর ছেড়ে যায়
যত পারে তাড়াতাড়ি।
মাঠভরা জল ঢেউ কলকল
ভেসে যায় ডিঙাখানি
কাতর মানুষ নেই কারও হুঁশ
নিদারুণ হয়রানি।
ভাবে অনুক্ষণ ছুঁচো মারে ডন
কীভাবে কাটবে দিন
দেখা নাহি মেলে দিন যায় চলে
কিছু পাবে আশা ক্ষীণ।