সেদিন আমি দিলেম পাড়ি
অচেনা এক দেশে
সন্ন্যাসিনী একলা রয়
সুর বাতাসে ভেসে।
বিজন পথে এগিয়ে গিয়ে
মা বলে যেই ডাকি
দৌড়ে এসে দরজা খোলে
আঁচলে মুখ ঢাকি।
শত ভাবনা আবেশ নিয়ে
প্রবেশ করি ঘরে
দুরুদুরু কাঁপছে বুক
এসে হাতটি ধরে।
কেমন করে কাটে প্রহর
কী আর বলি কথা
সুখশান্তি পাখির মতো
মনে জমাট ব্যথা।
হালকা হাসি ভাঙা মন
একলা তরি বাওয়া
উটকো চিন্তা মনে আমার
যায় না ভুলে যাওয়া।