শিলা 'পরে বসে ধনি
পাশে নেই কেউ
মনে তার দোলা দেয়
ফেনাভরা ঢেউ।

ঢেউগুলো ভেঙে হয়
সাদা ঝলমলে
তেজহীন হয়ে নীর
ফিরে যায় চলে।

লালরঙা কাঁকড়ারা
ছোটে বেশ জোরে
বালুকাবেলায় ওরা
নির্জনে ঘোরে।

পায়ের শব্দ শুনে
ভয় পায় খুব
চটপট ছুটে গিয়ে
দেয় ওরা ডুব।

কান খাড়া সর্বদা
বাস নোনা জলে
দলবেঁধে রয় ওরা
দ্রুতবেগে চলে।

লোকজন ভিড় করে
সাগরের তটে
সারাদিন আলো দিয়ে
রবি যায় পাটে।