ছোট্টো দুটি ছেলেমেয়ে
থাকে দাদুর বাড়ি
শান্তশিষ্ট হাসিখুশি
করে না কভু আড়ি।
দিদা-দাদু আদর করে
বলে জ্ঞানের কথা
গুরুজনে ভক্তি ক'রো
দিও না  প্রাণে ব্যথা।
সকাল বেলা দিদা ওদের
দুধ-মুড়ি দেয় খেতে
ভাইবোন বসে মেঝেয়
মাদুরখানি পেতে।
স্কুলে যাবার সময় হলে
পুকুরঘাটে স্নান
ভাতের থালা বাড়িয়ে দিলে
দিদার ভরে প্রাণ।
পথের পানে চেয়ে থাকে
কখন হবে ছুটি
দৌড়ে এসে ব্যাগ ফেলে
করবে খুনসুটি।