কাঠবিড়ালী কাঠবিড়ালী
কেন এমন চাও
লেজ উঁচিয়ে মুখটি তুলে
পাকা ফলটি খাও।


বেজায় খিদে পুষিমণির
পায়েস খুঁজে পায়
চোখ বুজিয়ে চেটেপুটে
আয়েশ করে খায়।


অন্ধকারে ঘুরে বেড়ায়
আর এক নিশাচর
ঘুমায় গাছে দিনেরবেলা
রাতে বেরোয় স্বর।


পাহারা দেয় প্রভুভক্ত
ঘরের চারিধারে
অজানা লোক দেখতে পেলে
ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে।


খাঁচার ভিতর বন্দি টিয়া
করুণ চোখে চায়
দোয়েল শ্যামা পাতার ফাঁকে
মিষ্টি সুরে গায়।