রাতেরবেলা ব্যাং
ডাকে গ্যাঙর গ্যাং
আয়-না ঝেঁপে বর্ষারানি ভেজাই এবার ঠ্যাং।
শেয়াল শুনে হাসে
ডাকিস কেরে পাশে?
এখান থেকে এক্ষুণি যা মারব ঠ্যাঙে ল্যাং।


ব্যাং টা ভয়ে সরে
রাতের অন্ধকারে
ছুটে গিয়ে গর্তে ঢোকে শ্বাস ফেলে খুব জোরে।
এখানে ওটা কী?
ওমা এ তো বাসুকি!
প্রাণটা বুঝি গেল এবার অশ্রু যে যায় ঝরে।