পুতুল পুতুল মোমের পুতুল
তুলতুলে হাত পা
পুতুল পুতুল শিউলি বকুল
ফুলের মতো গা।
দুষ্টুমি তার লক্ষ টাকার
মুখে মিষ্টি কথা
চোখ ছলছল জল টলটল
সয় না মনে ব্যথা।
পুতুল পুতুল মোমের পুতুল
প্রাণ করে আনচান
কোলের ওপর উছল হাসি
শোনায় সুখের গান।