ও কেতকী, ও কেতকী
রজনী তোর সই
সাদা সাদা পাপড়ি কেবল
সুগন্ধ তোর কই?


টগর যূথী সারা দুপুর
করছে হাসাহাসি
হেমন্তের মিষ্টি রোদে
বেলা বাজায় বাঁশি।


পাতার ভেতর শেফালি ফুল
ছবির মতো আঁকা
শিশিরভেজা তুলসিতলা
কেমন ফুলে ঢাকা।


রংবেরঙের প্রজাপতি
বসে ফুলের 'পরে
মধু খায় সোহাগ জানায়
আদর পড়ে ঝরে।