দূর আকাশে ঠান্ডা হয়ে
     বাদল মেঘ জমাট হয়ে
            ঝরঝর ঝরছে অবিরাম,
কালো মেঘ হাওয়ায় দোলে
     কড়কড় আওয়াজ তোলে
            জলে ডোবে পথ-ঘাট-গ্রাম।


বিজলি ঝলক আকাশ জুড়ে
      বকের দল ত্রাসে ওড়ে
            কোথা যায় জানা নাই ধাম,
রাখাল ছোটে ঘরের পানে
      গরুর পাল সঙ্গে আনে
             তার শ্রমের যায় না দেয়া দাম।