ভাইবোনের রক্তে রাঙা স্বাধীনতা-দিন
                আমরা পালন করি
ভেদাভেদ ভুলে একযোগে সবে
                নিশান তুলে ধরি।


দেশমাতার মান রক্ষায় দিল যারা
                আত্মবলিদান
যায়নি বৃথা, ধ্বনিত হাজারো কণ্ঠে
               সমস্বরে জয়গান।


লাল হয়েছিল দেশমাতৃকার মাটি
                মনে প্রমাদ গণি
অকালেই গেল ঝরে কত শত কুঁড়ি
                মা'র নয়নের মণি।


সবুজের বুকে সূর্য, ওড়ে পতপত
                কুয়াশাচ্ছন্ন ভোরে
লেখা আছে নাম বিপ্লবীবীরদের
                রক্তের অক্ষরে।


ধন্য আমরা নমস্য ওরা স্মরি অবদান
                নম্রতায় এক্ষণে
শহিদবেদিতে মালা দিয়ে জানাই শ্রদ্ধা
               বেদনাসিক্ত  মনে।


আত্মত্যাগের মহিমা হয় না কভু ম্লান
               ওদের চরণ চুমি
পরাজিত কুচক্রীরা, দেশ স্বাধীন
                মুক্ত মাতৃভূমি।