বলবে এসে জড়িয়ে ধরে
এলাম চলে তোমার টানে
মন পড়ে না সেথায় ঘরে
মনের ব্যথা কেই বা জানে।


প্রভাতবেলা শিউলি ঝরে
শিশির-ভেজা সবুজ ঘাসে
নাচবে খুকু নূপুর পরে
পুজোর দিনে আশ্বিন মাসে।


ঘুরে ঘুরে দেখবে ঠাকুর
ভাইবোনেতে উঠবে মেতে
বিকেল থেকে রাত্রি দুপুর
কাটবে পুজোর আনন্দেতে।


আঁখির কোণে ফুটবে খুশি
রইবে আমার হৃদয় জুড়ে
কেমন করে তোমায় তুষি
কাঁদিয়ে দিয়ে যাবেই উড়ে।