কৃষ্ণচূড়া লাল করবী পাপড়ি মেলে ঝরায় আগুণ
কনকচাঁপা ছড়ায় সুবাস শেষ হয়েছে যদিও ফাগুন।
সবার হাতে বাঁধব রাখি স্নেহ ভালোবাসার ডোরে
পরান খুলে গাইব গীতি নেব সবায় আপন করে।


পাখির কূজন মাতিয়ে দিল হৃদয় আমার উঠল দুলে
নতুন ভারত গড়তে হবে সকল হিংসা বিভেদ ভুলে।
দূরত্ব আর রইবে নাকো দুলব গাঁথা একটি মালায়
রইব সবাই পরম সুখে ভারত মাতার আঁচলছায়ায়।