.                  রক্তাক্ত একুশ
                       জয়শ্রী কর


   একুশ আসে গর্বভরে পাহাড় যেমন উচ্চ শির
কোনও বাধা মানবো না মা ফেলছ কেন অশ্রুনীর।
            তোমার ভাষা আমার ভাষা
               মিষ্টি মধুর বাংলাভাষা
আমরা তোমার দামাল ছেলে ভাঙবো দেখো ও’ জিঞ্জির।


ভাষার জন্য যায় যদি জান তবুও পিছু হটবো না
  কত গুলি আছে ওদের ঝরুক রক্ত, থামবো না।
             ওই ছুটে যায় সালাম রফিক
             বাধার প্রাচীর ভাঙবে সফিক
জব্বারভাই সঙ্গে আছে কারও নিষেধ মানবো না।


গুলির শব্দ উঠলো কেঁপে আকাশ-বাতাস পৃথ্বীতল
তবুও সবাই এগিয়ে গেছে হারায়নি কেউ মনের বল।
                 রক্তরাঙা হল মাটি
               সহস্র মা'র কান্নাকাটি
এখনও তো চলছে ঝরে, অশ্রুভেজা মা'র আঁচল।


  দস্যু-হৃদয় বড়ই কঠিন কম্পিত নয় ওদের হাত
  ঐক্যবদ্ধ বাঙালিরা হানতে পারে জোর আঘাত।
               কাড়বে ওরা মুখের ভাষা
                ব্যর্থ হলো ওদের আশা
বাংলা ভাষা সবার কণ্ঠে, সাঙ্গ হল পাক-উৎপাত।