আজ সেই রাজবেশ নেই তার অঙ্গে
সেই রাজা রাজসভা মুছে গেছে বঙ্গে।
মনে পড়ে স্মৃতি শুধু কত লোকজন,
নিশিদিন কলরব পড়ে না যে মন।
মনোব্যথা গুমরায় লেগে আছে দ্বন্দ্ব
মুখ বুজে সব সহে জাগে সদা ধন্দ।
ধরাতল রণক্ষেত্র হাঁটে কোন পথে
বিতণ্ডার বজ্রধ্বনি শোনে দূর হতে।


উচ্চারিত হোক সদা তব পুণ্যবাণী
সবার হৃদয় মাঝে দাও প্রভু আনি।
শান্ত স্নিগ্ধ ধরাতল শির করি নত
সত্যের স্বরূপখানি  স্নেহভরা কত।
কানে বাজে সেই গান সদা বারবার
সুখ দুঃখ চিরন্তন সবাই সবার।