ঋজার জন্মদিন


আকাশ থেকে পড়ল যেন তারার কণা খসে
দেখার জন্য হাজির সবাই সেপ্টেম্বরের দশে।
সারাটা দিন পথের পানে তাকিয়ে শুধু থাকি
ইচ্ছে করে কোলে তুলে একটু আদর মাখি।


বিনি সুতোর বাঁধন তবু সদাই জোরে টানে
ওদের মাঝে লুকিয়ে আছে এই জীবনের মানে।
স্বপ্ন রঙিন কত আশা জাগে হৃদয় মাঝে
কষ্ট ব্যথা ভুলে গিয়ে ব্যস্ত থাকি কাজে।


সহ্য করা বড়ই কঠিন নিরব-অশ্রু ঝরে
বারেবারে আঘাত হানে বিদীর্ণ অন্তরে।
মায়েরা সব হারিয়ে গেছে কন্যা এখন মাতা
জন্মদাত্রী মা যে এখন বাতিল ভগ্ন ছাতা।