শজনে ফুল          গুণ অতুল
         রূপের কী বাহার
গাছের ডালে      কূহার জালে
         মুচকি হাসি তাঁর।


মধুপ আসে         মধুর আশে
           ভরা জলসাঘর
গাছের ডালে      সাতসকালে
           অনেক অনুচর।


নয়ন মেলে      আপনি খেলে
       নরম ডাঁটা ঝোলে
শীতল বায়ে       কাঁপন গায়ে
     ঝরে মায়ের কোলে।


ফুলের রাশি     জোগায় হাসি
       তারার মতো জ্বলে
তোমায় চিনি         আহ্লাদিনি
         মুক্তামালা গলে।