সহপাঠী
জয়শ্রী কর


যারা ছিল সহপাঠী
সকলেই ভাইবোন
হেসে খেলে কেটে যেত
ছিল না তখন ফোন ।


মাঝে মাঝে ছবিগুলো
আঁখিকোণে ভেসে ওঠে
পুরোনো সেসব স্মৃতি
ফুলের মতোই ফোটে।


ফুলমালা ফিরি করে
বলি দাও দুটো জুঁই
দাম দিতে গেলে হাসে
বলে কী রে জয়া তুই।


একসাথে পড়তাম
ভুলিনি রে মনে আছে
ট্রেনে করে যাতায়াত
মদনবাবুর কাছে ।


গানের ক্লাসেই দেখি
বসে আছে মৌটুসী
পাশে গিয়ে বসে বলি
তোকে দেখে খুব খুশি ।


কতদিনপর দেখা
কেমন আছিস বল
আজ তোকে নিয়ে যাব
আমাদের বাড়ি চল।


© জয়শ্রী কর