স্বর্ণকান্তি সূর্যদেব
তোমার ভ্রূকুটিতে
কত কী যে ঘটছে রোজ
মাটির পৃথিবীতে।


রুদ্ররূপ যখন ধরো
বাড়ায় প্রাণের ব্যথা
প্রখর তাপে ধানের খেতে
নীরব কাতরতা।


ভুবন মাঝে ছড়াও আলো
টানো খুশির রেখা
কেমন করে রাঙিয়ে রাখো
সারা জীবন একা।


কোথায় পাও শক্তি এত
মেলে না বিশ্রাম
সকাল হলেই রেঙে ওঠো
কর্ম অবিরাম।


পুব আকাশে ভোরের বেলা
নয়ন মেলে চাও
উদ্ভাসিত করতে তুমি
আলোক ঢেলে দাও।