বাদাম-রঙা খোলস দিয়ে
নরম শরীর ঢাকা
ওটাই ওদের আচ্ছাদন
ওর ভিতরে থাকা।


বিপদ-আভাস পেলে ওরা
শীঘ্র খোলে ঢোকে
সবই ওরা বুঝতে পারে
ছোট্টো দুটি চোখে।


শামুক অতি নিরীহ জীব
ধীর গতিতে চলে
মেধাতেও কম যায় না
ঝোলে পাতার তলে।


ওদের খাদ্য শ্যাওলা ঘাস
গাছের কচি পাতা
ওতেই ওদের উদর ভরে
নিজেই নিজের ত্রাতা।