জুঁই-মাধবী-হেনা-কুসুম
বিকেলবেলার সই
মাঠের ধারে সবাই বসে
প্রাণের কথা কই।


দুহাত তুলে মাঠ যে বলে
যাসনে আমায় ভুলে
মাথার ওপর আকাশ হাসে
তাঁর বাতায়ন খুলে।


সারি সারি আম সুপারি
সবার নজর কাড়ে
সুন্দরী সব সখী যেন
দেখছে আড়ে আড়ে।


দিনের শেষে আঁধার নামে
যায় না দেখা কিছু
হিজল বলে যেয়ো না আর
এবার হাঁটো পিছু।


ঝোপের আড়ে রঙিন পাখি
গাইছে সুরে গান
বজ্রপাতের শব্দ শুনে
উঠল কেঁপে প্রাণ।


তাড়াতাড়ি নামল আঁধার
এবার ফিরে যাই
সৌদামিনী দিচ্ছে হানা
কোথায় পাবো ঠাঁই।