ঘরের পাশে ঝোপের আড়ে
দুই বিড়ালের তরজা বাড়ে
          খুকুর খাড়া কান,
গাইছে বেসুর তীক্ষ্ণ গলা
ফোঁসফোঁসানি ত্রস্ত চলা
          চমকে ওঠে প্রাণ।


চাঁদের আলো পড়ছে গায়ে
শুকনো পাতার শব্দ পায়ে
          কাটল অন্ধকার,
ঝিঁঝির ডাক মাঠটা জুড়ে
মিটমিটিয়ে জোনাক ওড়ে
          এটুক সাধ্য তাঁর।


দখিন হাওয়া দমকা ঝড়ে
শুকনো পাতা তলায় পড়ে
          দুলছে গাছের ডাল,
দেখছে খুকু জানলা খুলে
বাঁশের ডগা হাওয়ায় দুলে
          চাঁদের চিকন গাল।


ঘুম জড়িয়ে নয়নপাতে
মায়ের পাশে বিছানাতে
          বন্ধ ঘরের দোর,
খুকুর চোখে অলীক স্বপন
ঘুমিয়ে আছে ফুলের মতন
          জাগবে হলেই ভোর।