মা-ডাক যে বড়ই মধুর
গেলে মায়ের কানে
হাজারো কাজ ফেলে দিয়ে
ছোটে বাহির পানে।


পৃথিবীতে সকলে চায়
একটু ভালোবাসা
মায়ের মনে উঁকি মারে
ঝলমলানি আশা।


স্নেহময়ী মা যে সদা
আগলে রাখে বুকে
ব্যথার কথা কানে গেলে
মুষড়ে পড়ে দুখে।


মা মা বলে ডাকে শিশু
যখন মা নেই পাশে
কোলে নিয়ে শিশুর সাথে
মা-ও তখন হাসে।


ঘরে ঘরে উঠুক জ্বলে
সুচেতনার আলো
সন্তানেরা শ্রদ্ধাভরে
বাসুক মাকে ভালো।