তোমার সুরে হৃদয় ভরে
সময় কাটে ভালো
আঁধারঢাকা এই ভুবনে
জ্ঞানের দিয়া জ্বালো।


দখিন হাওয়া চাঁপার বনে
বাজে তোমার বাঁশি
রং মেখেছে কৃষ্ণচূড়া
আহ্লাদে যায় ভাসি।


তোমার নিদ্রা ভাঙিয়ে যেত
বনের পাখি ডেকে
আঁকতে ছবি মানসপটে
গোধূলি রং মেখে।


উন্মাদনা জাগায় চিত্তে
তোমার গানের কলি
বাধার প্রাচীর পড়ল খসে
নির্ভয়ে পথ চলি।