ডালে ডালে পুষ্পরাজি
হে সখা, তোমারই প্রতীক্ষায়
ঘন পল্লবছায়ায়
অঙ্গে যৌবনের উচ্ছ্বাস
বিরহবিধুর দীর্ঘশ্বাস
ঢেউ ওঠে দিল দরিয়ায়।


নিরালায় নির্জনে আছি বসে
এলে পূর্ণিমা রাতে
জেগে ওঠে স্মৃতিপটে
ঢেউ লাগে তটিনীর তটে
বেঁধে দিনু রাখিখানি হাতে।


লুটাইছে আধেক অঞ্চল
কদম্বকাননে
বারি দুনয়নে
বসি বিটপীর তলে
অসীম পুলকে কৌতূহলে
ভৈরবীতে বাঁশি পবনে।


তোমাতেই আছি সুখে আজও
তোমারই পাশে
ছন্দিত বাতাসে
কপোলে অরুণ সিঁদুররেখা
সিঁথিমূলে রয় লেখা
মন ভরে ভেজা কদমের বাসে।


জগৎসংসারে বেজে যায়
আনন্দের সুর
দুঃখকে করি দূর
করস্পর্শে হৃদয় জুড়ায়
আর কিছু দেখিতে না পায়
কণ্ঠে আসে গান সুমধুর।