ঠম্মি ডাকে আয়রে টুকু
কোথায় গেলি তুই
নদীর ধারে নিয়ে যাব
বাসন ক'টা ধুই।


জবার মতো দুই পা রাঙা
চলছে গুটি গুটি
রঙিন ফিতে মাথাতে তাঁর
শোভন ঝুঁটি দুটি।


রুমুর ঝুমুর বাজে নূপুর
টুকুর রাঙা পা-য়
দুচোখ জুড়ে স্বপ্ন কত
এদিক-ওদিক চায়।


পৌঁছে যেতে নদীর ধারে
উছলে পড়ে খুশি
মিষ্টি সুরে উঠল ডেকে
তক্ষুনি মৌটুসি।