রোজ বিকেলে সময় করে পার্কে চলে আসুন
সবার সাথে দুহাত তুলে হিহি হোহো হাসুন।
              হৃষ্টচিতে থাকতে হবে
            সময় ভালো কাটবে তবে
   মনের যত কষ্ট ভুলে দখিন বায়ে ভাসুন।


  জগৎজুড়ে নিত্যদিনই চলছে ফুলের মেলা
এফুল-ওফুল উড়ে উড়ে মৌমাছিদের খেলা।
          ভ্রান্তি ওদের হয় না মোটে
           এখনও তাই পুষ্প ফোটে
  ওদের মতো দৃপ্তপদে হাঁটুন-না দুইবেলা।


    লাবণ্যময় পৃথিবীতে বাঁচুন সগৌরবে
  হুতাশনের তপ্ত ব্যথা তবেই মোচন হবে।
            সবার রঙে রং মিলিয়ে
            নিঃস্ব হবো সব বিলিয়ে
এখন থেকে সজাগ হলে সুস্থ জীবন তবে।।


জ্যোৎস্নাভরা চাঁদনি রাতে মুক্ত বাতায়নে
সুর জোগাবেন রবীন্দ্রনাথ স্নিগ্ধ সমীরণে।
             অপার তৃপ্তি হৃদয়মাঝে
            বাড়বে গতি সকল কাজে
মিলবে সুফল অল্প দিনেই সুপ্তি-জাগরণে।