পকেটে রেখেছি নির্বোধ হয়ে যাওয়া আজন্ম অবগাহন
এই রাতের ফুসফুসে ভরে দেই নিকোটিনের কুয়াশা!
সাজে স্বর্গ-দুহিতা, শরীরে বেনারসির কাফন
হাজারো প্রার্থনার নিঃশ্বাসে তুমি মৃত্যুঞ্জয় সমাপ্তি.....


ধমনীতে যে অন্ধকার ছটফট করে, তাকে প্রশ্রয় দিতে চাইনি.....
রেলিঙে হাত রেখে শুধু অনুভব করেছি হৃদয়ের কাঠিন্য!
কিন্তু আর কতক্ষণ?
অভিমানের তীর্থে যে নির্লিপ্তির পাপ দমনের প্রার্থনা চলতে থাকে!!!
তখন ছটফট করতে থাকা সেই অন্ধকার জানালায় এসে দাঁড়ায়।


বুকের মাঝখানে একটা নিদারুণ ব্যথা গর্জে উঠলে,
চোখের পাপড়িগুলো সমাধিক্ষেত্রে উড়ে উড়ে জল এনে দেয় মৃতদেহে।