আজ নিশিতে যাব আমি
আমার আপন ঠিকানায়
আতর, গোলাপ,চন্দন মেখে
সোয়াইয়া দে বিছানায়।।


আমি যেদিন কান্না করে এসেছিলাম তোমার বুকে
শত ব্যাথা পেয়েও তুমি, হাসছিলে মনের সুখে।


আজকে তুমি কান্না কর, আমার বিদায় বেলাতে
কোন আঘাতে ঝরছে পানি, তোমার চোখে দিন-রাতে?


ভাইয়ের কান্না, ভোনের কান্নায়
চোখের জলে ভাসে দেহ
একলা পথের পথিক আমি
সাথে যাবার নাই কেহ!


যাচ্ছি চলে অনেক দূরে
ফিরব না আর কোন দিন
সবাই আমায় কইর ক্ষমা
থাকে যদি কোন ঋণ।


শেষ দেখাটা দেখে আমায় বিদায় দাও তাড়াতাড়ি
পরের ঘরে থাকবনা আর যাই চলে আপন বাড়ি।


মে ২৮, ২০১৭