আমি এখনো চোখ রাখি তার চোখের পাতায়
তার চুল গুলো মিশেছে আমার শিরে
তাকে গ্রাস করেছি আমি আমার নিজের ছায়ায়
যেন হিমালয় আটকে দিয়েছে!
তবুও,তৃষ্ণার্ত তুলি হাতে নিয়ে আঁকি যুগল ছবি।


ভাষাহীন শব্দের, প্রতিটি ছন্দেই তাল মিলিয়েছি দু’জনে,
শত কুয়াশার মাঝেও সূর্যোদয় হয়েছিল পরম্পর
যদিও, চারিপাশে ছিল পর্বতের প্রাচীর!
তবুও ফুটেছিল ফুল, পাখিরা গেয়েছে গান
দু’টি হৃদয় এক হয়ে কেঁপেছিল তুষ্ট শীতে।


হঠাৎ! তুমি নিজে ঝ’রে গেছো,- কদম ফুলের মতো
এখন, সেই স্মৃতি গুলো ভেবে-ভেবে দিন যায়;
চলেগেছ ভোরের শিশিরের মতো!
আমিতো নিষিদ্ধ জলে সমুদ্রস্নান করিনি!
আমিতো অবকাশে ফুটে ওঠা তৃষ্ণার্ত তারা নই।


আজও তোমার চোখে চোখ রাখি
আজও আঁকি দু’জনার যুগল ছবি
আজো সেই ফুলের বাগানে ছুটে যাই-
কিছু সুগভীর শ্বাস টেনে নেই
আমার বিলুপ্ত হৃদয়ে।


জানি, তোমার মত আমিও ঝ’রে যাব-
ফুরিয়েছে আমার পাথেয় সম্বল।


জুলাই ০২, ২০১৭