আমি পাখির চোখে কান্না দেখি-
সভ্যতার মহাপ্লাবনে!
আমি সাগর জলের কান্না দেখি-
নগ্ন দেহের স্নানে!
আমি পাহাড়ের কান্না দেখি-
পাপিষ্ঠ দেহের ভারে!  


আমি তোমার চোখে কান্না দেখি-
আমার কিছু হলে!
আমি দেখি না আমার কান্না!
তোমার মায়া জ্বালে।


পড়শীর ঘরে, কলস জলে-
নিত্য দিচ্ছি ডুব
আয়নাতে দেখিনা আমি-
নিজের আসল রূপ।  


আমার চোখের সামনে ভাপিয়ে উঠেছে-
বেবাক জগত;  
তবুও অন্ধকারে রহস্য জমাট বাঁধার
করি মহরত!