আমি উরে উরে বেড়াই
          পুড়ে পুড়ে মরি
তোমার তৃষ্ণা জলে আমি
       নিত্য স্নান করি।।


তোমার রৌদ্র মাখা জলে
      আমায় বাড়ে বড় তৃষ্ণা  
তোমার বৃষ্টিবিন্দু ঘাসে  
             আমায় টেনে নিছ’না।  


আমি ঘুরে ঘুরে খুঁজি
         তোমার পথের গলি
না হয় যদি দেখা  
    কেমনে তোমায় বলি।।

বলব তোমায় সকল কথা
   তোমার গলির কোণে
বলছি যদি না দাও দেখা
  বলব বিজ্ঞাপনে।

আমি তোমার রূপের শিল্প খুঁজে, নিত্য ফসল বুনি-
তোমার তৃষ্ণা জলে স্নান করিব, দিনগুলো তাই গুনী।।