বাবুই পাখি বাসা বাঁধে
             পরের ঘরের কোনে
চড়ুই পাখি বড়াই করে
             নিত্য তাহার সনে।


কাক বলে, নিজেই নিজের
           বড়াই কেন কর
তুমি কোথায়, আমি কোথায়
           নয়-কো তাহা বড়।


আমরা সবাই এক’ই জাতি
           নয় কেহ পর
নিজে নিজেই বিভেদ করে
          ভাঙ্গো কেন ঘর।


বাঘ শুনিয়া এসব কথা
          সে-তো ভীষণ রাগ
বনের সকল পশু-পাখি
        দিচ্ছে সবাই ডাক।


চিন্তা করে দেখল সবাই
         কাকের কথাই ঠিক
বাঘ মামাও সায় দিচ্ছে
          কাকের কথার দিক।