দিন গুলো মোর হারিয়ে গেছে
আসবে না আর কোনদিন
আজ নাই নাই নাই রে সে
আনন্দের দিন।।


এখন, বাজেনা রে গাঁয়ে-গাঁয়ে
সাপুড়িয়ার বীণ
এখন, আলতা দিয়ে গাঁ-য়ের বধূর, পা-
হয়না রে রঙিন।


এখন, শ্যামবরণী সুন্দরীরা নেয় না
কলস কাঁকে
রাখালিয়া সুর ধরে না কাজের
ফাঁকে- ফাঁকে।


আগের মতো,জারি,সারি,ভাটিয়ালির
বসে না আর আসর
হিজল তলে, খোকা-খুকীর, ফুলে ফুলে
সাজে না আর বাসর।


মানুষ মানুষের জন্য, যায় না দেখা
মুক্ত উদার প্রাণ
এখন, বজ্র কন্ঠে গায় না কেহ
মানবপ্রেমের গান।
এখন, প্রেমের টানে ঘুমায় না কেহ
দেশের মাটির বুকে
এখন, বক্ষে জড়াই নেয় না কেহ
মায়ের মতো বুকে।


দিন গুলো মোর হারিয়ে গেছে
আসবে না আর কোনদিন
আজ নাই নাই নাই রে সে
আনন্দের দিন।।


মার্চ ১১, ২০১৭