একটি দুঃখ পুষ্প এনেছি আজ, বেদনার চড়া দামে কেনা
রঙ নেই তার গন্ধ ও নেই, তার জলে শুধু লোনা।
বৃক্ষতে ফোটেনি সে পুষ্প, ফোটেছে আমার মনের কোণে
কত কাঁটা রেখেছে গেঁথে, যে দিয়েছে পুষ্প, সেই জানে।
সময়টা ছিল বৃষ্টিস্নাত, হয়েছিল বৃষ্টি সাথে বন্যা-    
বুঝিনি কোনটা ছিল জল আর কোনটা-বা কান্না।


চারদিকে সারি সারি মেঘ, তবুও বৃষ্টি নেই বুকে!
শুধু মনে পরে,- কেউ এসেছিল, কেউ চলে গেল-
শুধু স্পর্শ রেখে চলে গেল। আর, কান্না দিল চোখে।


যেদিকে নয়ন রাখি, সে দিকেই ভাসে জলে
নিবিড় বনের অন্তরালে, খেলছ কত ছলে!


এখনো আমি স্বপ্নের ভিতর স্বপ্ন দেখি
প্রহরীর মত ডেকে বলবে-
আমি এসেছি, তুমি এখনো ঘুমাও, সে কি!    


বরণ মালা গাঁথা আমার চিত্তমাঝে
যদি ফিরে এসো কোন এক সকাল-সাঁঝে।