আমি সল্প আয়ের মানুষ, কিন্তু অধিক খাটা-খাটি
মাসের শেষে তাহা থেকেও এবার নিচ্ছে দেখি কাটি!
ঘর ভাড়াও বাড়বে এবার, সাথে গ্যাস-বিদ্যুৎ এর দাম!
বাড়িওয়ালা বলে দিল-‘শর্ত মতে না মানিলে বাড়ি থেকে নাম’
যা পেতাম তাহা দিয়েই চলত না মাস গোটা
কি করে দেই বাড়তি খরচ! বলতে পারে কে তা?
জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে ‘উপহার যাহা হয় দিতে’
সেই টাকাতে ভালো-মন্দ, পারতাম আর কটা দিন খেতে।
মাছের বাজার যেয়ে দেখি... সাজিয়ে রেখেছে হালি
লবণ-মরিচ,পেঁয়াজ-রসুন কিনতেই, পকেট হল খালি!
মাঝে-মাঝে কিনছি তবুও, কিছু মলা-ঢেলা
এক বেলা যায় দেখে দেখে, খাচ্ছি আরেক বেলা।
মেয়ে বলে চকলেট খাবে, ছেলে বলে বার্গার-
দু’এক টাকার রুটি দিয়ে- মিটাই তাদের আবদার।
আজ ক’দিন হল, শরীরটা ভালো নেই, পারছি না অফিসে যেতে!
ডাক্তার বলল- ভিটামিন এর অভাব, হরেক রকম ফল খেতে।


বলছি বাবু ওসব কি আর আমাদের ভাগ্যে জোটে;
চিকিৎসাতে হাজার গেল, পকেটে টাকা নাই আর মোটে!


নিত্য পণ্যের দামের সাথে বাড়ছে করের বোঝা, ,
সবকিছুর ভারে মেরুদণ্ড হয় না আমার সোজা।


জুন ০৭, ২০১৭