কে দিল আগুন?
মুক্তির কপাট চারদিকে বন্ধ, চলিতেছে কি হায়!
সাওতাল, পাহাড়ি, বাঙালি ধর্মের নামে মরছে মানুষ-
মানুষের মানবিক মুখরতা ঘোলাটে কুয়াশায়।


মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যেখানেই হয় সংখ্যা লঘু,
প্রতিহিংসার ক্রুশকাঠে বিদ্ধ করে চলে হত্যার মিছিল!
নৈরাজ্যের চাকায় পিষে যায়- মানবতা!
মানুষ মরছে- মিথ্যাউপাসনার আড়ালে, বোমায়,চাকুতে, বুলেটে এই সভ্যতায়!  
আইনের হাতকড়া এখানে নিরুপায়।  


এইভাবেই ঠুকরে ঠুকরে খাবে মানব সভ্যতা,
মিছিলের রাস্তা হবে জনশূন্য!
সময়ের বেগবান স্রোতগুলো থমকে যাবে বিষাক্ত নিশ্বাসে।


মৃত লাশ রেখে চলে আনন্দমাখা উল্লাসের হাসি,
এতো সুপ্রাচীন মানব সভ্যতা সময়ের কাছে কত অসহায়!
ভাঙ্গে! মসজিদ, মন্দির, গির্জা-মিথ্যাউপাসনার নিরেট হাতুড়ি দিয়ে,  
কে নিভাবে আগুণ? হাত বাড়িয়ে দেবে মানুষ মানুষের বিশ্বাসে।