হর-হামেশা চলছে দেখি, সংশোধিত আইন
আইন নামে তৈরি হচ্ছে, মানুষ মারার মাইন।
শপথ করে হচ্ছেন যারা, আইন মানার রক্ষক
আইনকে তারা হাতে পেয়ে, নিজেই হন ভক্ষক।
ক্ষমতার নিশান উড়িয়ে দিয়ে, চলে এদের গাড়ি
রাস্তা-ঘাটে উল্টো পথে, যাচ্ছে এরা বাড়ি।
তুমি আমি চলতে গেলে, হাজার রকম আইন
তাদের বেলায় সবই চলে, আমার বেলায় ফাইন।
টেবিল টেবিল ফাইল ঘুরিবে, মাসের পরে মাস
বাড়তি টাকা না গুনিলে, হবে না ভাই পাশ।
আমার টাকায় মন্ত্রী এম পি, গাড়ি-বাড়ি হাঁকায়
এসব কথা বলতে গেলে, মরছি গাড়ির চাকায়।
পারছি’না আর সইতে এসব, এত অসৎ নীতি  
রক্ষক যদি ভক্ষক হয়, বুঝেন আমার পরিণতি।    
ভাবছি আমি নিজেই নিজের, আগুন দেব গায়
আমার কাছে যদি কেহ, ঘুষের টাকা চায়।


জুলাই ০৮-২০১৭