মানুষ তুমি কবে থেকে, হবে আসল মানুষ?
মানুষ নামের মুখোশ পরে, উড়াও রঙের ফানুস!
একই রূপের মুখে তুমি, সাজও নানান সাজ
মানুষ রূপি পশু হতে, হয়না তোমার লাজ।
তোমার মিষ্টি মুখের আড়ালে, থাকে নানান বায়না
মানুষ নামের মানুষ থেকে, হয়ে যাও হায়েনা।
হিংস্র বাঘও তোমায় দেখে, বসে বসে ভাবে
মানুষ থেকে পশু হলে, কেমনে তারা রবে!
তোমার মত হিংস্র কবু, হয়না সিংহ, বাঘ
মানব নামের দানব তুমি, পৃথিবী হয় অবাক!
সৃষ্টির শ্রেষ্ঠ মানব হয়েও , কর যেসব কাজ
তোমায় দেখে নিকৃষ্ট প্রাণীটিও, সদা পায় যে লাজ।


জুলাই ১১, ২০১৭