নেশার ঘোর


প্রিয়ে মনের টানে নয়ন পাতে,আসো যদি চাঁদনী রাতে,এমনি আসবে ভোর,


যতই দূরে থাকবে সরে,জেনো থাকবে তুমি নয়ন নীড়ে,ভাঙবে ঘুমের ঘোর,

দুরন্ত নেশায় মউয়ের আশায়,প্রজাপতির মত উড়াই,আমার চঞ্চল পাখা;


এ যে লাল শরাবের নেশা,আমায় করেছে সর্বনাশা,হলাম কূলনাশা,তখন ভাঙ্গলো হৃদয় দোর।