খাওয়ায় ভেজাল, চলায় ভেজাল, ভেজাল চলে শিক্ষায়,
ব্যাবসায় ভেজাল, চাকরী ভেজাল, ভেজাল চলে ভিক্ষায়।
ভেজালে ও ভেজাল আছে এই কথাও শুনি,
সেই ভেজালে ও ভেজাল দিয়ে লক্ষ্য টাকা গুনি ।
জলে ভেজাল, ফলে ভেজাল, ভেজাল ভরা দুধ,
ভেজাল দেখে পালিয়ে যায় আছে যত ভুত।
ধর্মতে কেউ ভেজাল করে, ভেজাল করে কর্ম ,
ভেজালের ফল পাবে যেদিন, বুঝবে ভেজালের কি মর্ম।
বাতাস ভেজাল, বৃষ্টি ভেজাল, ভেজাল ভরা মাটি,
সব কিছুই ভেজাল দেখি, কেবল ভেজাল নামটি খাঁটি।
খাঁটি কথায় ভেজাল খোঁজে ভেজাল মানুষ হয়ে,
খাঁটি কথা কয়না কেহ সেই ভেজালের ভয়ে।



অক্টোবর ০৩, ২০১৫