বসতে মানা, শুইতে মানা, মানা আছে-
পারবে না সে দাঁড়াতে
সরতে মানা, ধরতে মানা, মানা আছে-
গা-য়ের মাছি তাড়াতে।
হাসতে মানা, কাশতে মানা, মানা আছে-
ভুলেও যেন জল না আসে চোখে
সকল আদেশ মানতে হবে, না মানিলে
রাজার আদেশ,- তীর মারিতে বুকে।
খাইতে মানা, নাইতে মানা, মানা আছে-
মুখের থু থু ফেলিতে
গাইতে মানা, শুনতে মানা, মানা আছে-
মুখের থু থু গিলিতে।
ধ্যানে মানা, জ্ঞানে মানা, এসব করবে-
শুধু রাজা-রানী
রাজার আদেশ মানতে হবে, জানাও সবায়-
এটা রাজার বাণী।
রোগে-শোকে ও মানা আছে, পারবেনা সে-
খেতে কোন দাওয়া
এসব আদেশ যে মানিবে, ভাগ্য হবে তার-
রাজার চরণ পাওয়া।


জুলাই ১৫, ২০১৭