রৌদ্ররা স্নান করে বৃষ্টিজলে-
মেঘগুলো করে যায় কান্না,
ব্যাঙেদের আজ বসন্ত,তাই লাফিয়ে চলে;
ছাউনিহীন ঘরে বসে সে কি কান্না---
শতবছর পার হলেও সে একই-
রৌদ্ররা পুড়িয়ে মারে, বৃষ্টি এসে স্নান করিয়ে যায়!
কখনো সবটুকু পুড়তে পারিনা!
পুড়তে যাই বৃষ্টি ভিজেয়ে দেয়!
ভিজতে চাই রৌদ্ররা পুড়িয়ে দেয়!
আমার আর পোড়া হয় না ---
রৌদ্র-মেঘের খেলায়।


মে ২৬ , ২০১৭