জন্মের পরে বাবা আমার, থাকতেন-
অধীর অপেক্ষাতে
প্রথম কখন বাবা বলে ডাক শুনিবে-
আমার কন্ঠ থেকে।


বাবা বলে ডাকলাম প্রথম আমি যেদিন,
বাবার কোল থেকে আমায়,রাখেনাই আর সেদিন।


খোকা আমায় ডাকছে বাবা, চিৎকার দিয়ে বলে-
বাবার নাকি বুক ভেসেছে সেদিন আনন্দেরই জলে।


যখন আমি হাঁটতে শিখি, বাবাই-
ছিল হাঁটার লাঠি
ছেড়া জামা পরেও বাবা, রাখতেন-
আমায় পরিপাটি।


আমার কিছু হলে, কেঁদে কেঁদে বলে;


হে বিধাতা, প্রয়োজনে আমায় তুমি সকল ব্যথা দাও
খোকা আমার অনেক অবুঝ, ওকেতুমি মুক্ত করে দাও।


এমন বাবার সেবা করতে
করিস না কেউ ভুল
ভুল করিলে, বাবার সমাধিতে
দিসনা কভু ফুল।