একটা চা দাও ভাই চা, চিনি দিও কম
বেশি চিনি বাড়বে নাকি আমার কর্মক্ষম!
মিষ্টি আমি খেতে পারি, সুগার দিলে কম
একটু বেশি মিষ্টি হলে, ধরবে নাকি যম।
সকাল সকাল হাঁটলে নাকি, সুগার যাবে ছুটি
এতো খাটা খেটেও জোটে, শুকনো দুটি রুটি।
জাল, মিষ্টি কত রকম, খাবার খেতাম রোজ
মিস হতো না ডাকলে কেহ, করতে ভুড়ি ভোজ।
খাওয়া আর ঘুম এটাই ছিল, আমার নিত্য কাজ
আমি রুটিন ছাড়া জীবন চলে, এই অবস্থা আজ।
সকাল সকাল উঠে এখন, খাইছি ভোরের হাওয়া
প্রবাদ আছে ভোরের হাওয়া, লক্ষ টাকার দাওয়া।


জুলাই ০৬, ২০১৭