মায়ের কোলের অভুজ শিশু
বুঝে না সে কোন কিছু
ভাসছে কেন নাফ নদীর ঐ জলে?
এসব কথা কেউনা এখন বলে।।


স্বজন হারানোর মর্মযন্ত্রণায়-
কান্নার স্বর চাপা পড়ে আছে!
নির্মম যন্ত্রণা সয়ে বাঁচার আকুতি-
খুঁজেছো মানবতার কাছে।
লাশের সাথে ডুবেছে মানবতা!
নাফ নদীর ঐ জলে।।


মায়ানমারের গনহত্যা
দেখে না কী? বিশ্বনেতা
মায়ানমারের গনহত্যা
দেখে না কী?মানবতা।।
বাঁচার জন্য জন্ম নিয়ে-
পায়নি বাঁচার স্বাধীনতা।


তুমি এক চোখে দেখো বিশ্ব
করো, আরেক চোখে নিঃস্ব
মানবতা তুমি বিবেক হারানো
ধ্বংশের কাপড়ে হৃদয় মোড়ানো।
মিশে আছো মানুষ মারার কলে।


সেপ্টেম্বর ১৪-১৬/ ২০১৭