রোজ আসে বক পাখী
পুকুরের পাড়ে,
চুপ করে বসে কেন ?
ডেকে বলি তারে ।


সরু ঠেং সরু  গলা
লম্বা তার ঠোঁটি,
খপ্‌ করে ধরে নিলো
ছোট এক পুঁটি ।


কোথা যাও বক পাখী
মেলে দুই ডানা,
ফিরে যাই নীড়ে মোর
অনাহারী ছানা ।


কাল এসো ফল দিবো
আম আর লিচু,
পুঁটি বিনে বক ছানা
খায়নাতো কিছু ।


------------------------------