সকাল, দুপুর, সন্ধ্যা বেলায়
চা-দোকানের আড্ডা খানায়
নির্বাচনের খাওয়া রে ।


চা-বিস্কিট কিংবা রুটি
সালাম করে চরণ দু’টি
ভোট খানা তার চাওয়া রে ।


ধনী-গরীব নেইতো বারণ
সবক'টা দ্বার মাড়িয়ে চরণ
কেমন আছেন করিম চাচা ?
আপনার ভোটে মরা-বাঁচা
বুকে টেনে কোলাকুলি
মুখে কত মধুর বুলি ।


বলছি চাচি,
ভোটটা দিবেন আমারে
কাতর কন্ঠে,
ভোট খানা চায় আহারে ।


হরেক রকম মার্কা দেওয়া
ব্যানার, পোস্টার দোলায় হাওয়া
মাইক প্রচারের মহারথি ।


সমাজ সেবক, সৎচরিত্র
ফুলের মতই মন পবিত্র
উন্নয়নের প্রতিশ্রুতি ।


কোন সে প্রার্থী আগে কভু
দেখিনি তো তাহারে
ফুলের মতো মন পবিত্র আহারে ।


নির্বাচনে জয়ী হলে
ইটা, বালি, সিমেন্ট মিলে
রইবে না আর রাস্তা কাঁচা ।


বন্যা, খড়া কিংবা বানে
প্রার্থী ঠিকই যাবে চিনে
বলবে প্রার্থী আপন প্রাণ বাঁচা ।


ব্যক্তি কেমন না চিনে হায়
ভোটটা দিলাম কাহারে ??
----------------------------------------