ভর দুপুরে বালকগুলো
আম বাগানে জড়ো হলো,
পাকা আমের লোভের ছলে
চার চারটে দুষ্ট ছেলে,
মনে মনে ফন্দি এটে বলে।


আম বাগানের মালিক বেটা
দেখতে বেজায় আস্তো ঠেঁটা,
একটাওতো আম দিবে না
দেখেলে গাছের তলে।


ঢিল কুড়িয়ে করলো জড়ো
কে কতটা পাড়তে পারো
ছুড়তে থাকো ঢিল।


ঢিলের শব্দ ছঁড়াৎ ছঁড়াৎ
বালকগুলোর নষ্ট বরাত,
ওমা! হলো একি!
একটি ঢিল পড়লো বেটার চালে।


শব্দ শুনে মলিক বেটা
চেঁচিয়ে ওঠে বলে,
যাসনে বলি একটু দাঁড়া
ভর দুপুরে এসে কারা,
জড়ো হলি আম বাগানের তলে।