দুঃখগুলো কিছুদিনের জন্য সরে যাক
আঁধারের খাসমহলে শুরু হোক বোধের  আবাদ,
বিবেকের দেয়াল বেয়ে নেমে যাক বিষাদের কালকেউটে;
চলো, এবার হেঁটে আসি নিশীথ সূর্যের দেশে।


এখানে নীল গোধুলির আকাশ তলে সাদা পাহাড় ভাসে-
আমৃত্যু জেগে থাকে সীল মাছের নীল চোখ,
সন্ধ্যার বিষন্নতা নেই, নতুন সূর্য হাসে
রাত্রির বুকে জেগে থাকে তুষারসিক্ত রোদ্দুর।
বরফজলের শিকারি সুখ মাড়িয়ে
ভয়ঙ্কর সুন্দর এখানে খেলা করে সাদা ভালুকের নখে।


বরফের পাতাজুড়ে শ্লেজগাড়ি যেমন লিখে রাখে রবার্ট পিয়েরির ডায়েরি
তেমনি সুভ্রতার ভাজে ভাজে মৃত্যুরা তাড়া করে
নিরন্তর।
তবু প্রকৃতিকে জয় করার অদম্য ইচ্ছা
আর ইতিহাসের বাঁক বদলের চ্যালেঞ্জ নিয়ে
মানুষ ছুটে যায় স্রষ্টার অনুগ্রহের ছায়া পথে
নীল গোধুলির দেশে।